ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটি ঘোষণা

শেয়ার করুণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর চাষাড়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে শুরা অধিবেশনে উপস্থিত থেকে ২০২১-২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ এর নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসেন জাফরী।

প্রধান অতিথি উপস্থিত শুরা সদস্যদের পরামর্শ গ্রহণ করে সভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুহা. নুর হোসেন ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।

পরিশেষে, নতুন কমিটিকে নব-উদ্যোমে কাজ করার দিকনির্দেশনা দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত করেন।

সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস

নিউজটি শেয়ার করুণ