নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য অ্যাডভোকেট মাসুম আহমেদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। জনাযা শেষে মাসুম আহমেদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৪ মার্চ) বাদ জুম্মা গলাচিপা রেললাইন সংলগ্ন জামে মসজিদে মাসুম আহমেদের জানাযা সম্পন্ন হয়।

জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মমনিরুজ্জামান মনির, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু সহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জানাযা শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মাসুম আহমেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহানগর আওয়ামী লীগের কার্যকর সদস্য অ্যাডভোকেট মাসুম আহমেদ। আজ দুপুরে গলাচিপা রেললাইন মসজিদে জানাযা শেষে তাকে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আগামী রবিবার বাদ আসর গলাচিপা রেললাইন মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে।
পরিবারের পক্ষ থেকে মাসুম আহমেদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় শরীক হবার অনুরোধ করা হয়েছে।
