আড়াইহাজারে ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচনে ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চার হাজার ৮৯০ ভোট।

সোমবার (১২ জুন) রাতে আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারি এ ফলের তথ্য জানান।

এ ছাড়া জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৪৮৯০, মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট। ভোট গণনা শেষে সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মো. সুন্দর আলী গণমাধ্যমকে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে খুব ভালো লাগছে। ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য কাজ করে যাবো।

এ ছাড়া তিনটি সংরক্ষিত কাউন্সিলর আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নিউজটি শেয়ার করুণ