সম্প্রতি আড়াইহাজারে প্রকাশ্যে ছিনিয়ে নেয়া একটি মটর বাইক ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে পুলিশ মাহম্মদ আলী (২৪) নামে এক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ বাইকটি উদ্ধার করে। তিনি স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকার মনিরের ছেলে।
চলতি মাসের ২ ফেব্রুয়ারি বাইকের মালিক রুবেল বাদী হয়ে চার ব্যক্তির নামে থানায় একটি মামলা করেন। মামলা নং- ২(২)২০২১ইং। আড়াইহাজার থানার এসআই শফিক বাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ