কাশিপুরের আলোচিত সামাজিক সংগঠন ‘আলোকিত কাশীপুর’
এবার ময়লার ভাগাড়কে পরিচ্ছন্ন করে ফুলের বাগান উপহার দিয়েছে এলাকাবাসীকে।

আজ শুক্রবার ‘আলোকিত কাশীপুর’ এর ক্লিন কাশীপুর মিশনের অংশ হিসেবে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান সংলগ্ন দুর্গন্ধময়
ময়লার ভাগাড়কে পরিষ্কার করে ফুলের বাগানে রূপান্তর করেছে। ফুলের বাগানে রূপান্তরের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানে আলোকিত কাশীপুরের স্বেচ্ছাসেবীরা জানান ” কেন্দ্রীয় ঈদগাহ আমাদের কাশীপুরের জন্য খুবই গুরুত্বপুর্ন স্থান। দুই ঈদের নামায ব্যাতীত এই স্থাপনার প্রতি কেউ নজর দেয় না।

যার ফলে ঈদগাহের পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। আম রা সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজ করেছি। আমরা ময়লা পরিষ্কার করে ফুলের বাগান করে দিয়েছি। এখন এই বাগান সংরক্ষনের দায়িত্ব এলাকাবাসীর। আমরা আশা করি এলাকাবাসী তাদের এই দায়িত্ব পালন করবে। আর আমাদের এসব কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে অন্যান্যরা এসব সামাজিক কাজে এগিয়ে আসবে।”