আর্জেন্টিনার হার নিয়ে দুই গ্রুপের কথা কাটাকাটি, দুই কিশোরকে কুপিয়ে জখম

শেয়ার করুণ

বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যকার ম্যাচের ফলাফল দেখে কথা-কাটাকাটির হয় বন্ধুদের মধ্যে। এর জেরে সাভারে দুই কিশোরকে (বন্ধু) কুপিয়ে জখম করে অপর বন্ধু।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বক্তারপুর মোড়ে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিল স্থানীয়রা। খেলায় আর্জেন্টিনার হেরে যাওয়াকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মধ্যে রসিকতা শুরু হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটি হয় কয়েকজন বন্ধুর মধ্যে। দুই দলে বিভক্ত হয়ে হাতাহাতি করতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিপক্ষকে। এ ঘটনায় মেহেদী ও আল আমিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ছুরিকাহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এমন খবর পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুণ