চলমান ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তুলনামূলক কম শক্তিশালী দলের কাছে হেরেছে আর্জেন্টিনা ও জার্মানি। আর এ ঘটনায় শঙ্কায় রয়েছেন ব্রাজিল ভক্তরা।
তারা বলছেন, কাতার বিশ্বকাপে পরপর দুটি অঘটন ঘটলো। তাই ব্রাজিলের জয় নিয়ে কিছুটা শঙ্কিত তারা।
গতকাল বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হয় জার্মানি। খেলার প্রথমার্ধে এক গোল দিয়ে জার্মানি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়।
এদিকে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মধ্যরাতে কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল-সার্বিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ও জার্মানির হারের পর ব্রাজিলের জয়ী হওয়ার বিষয় নিয়ে শঙ্কায় ভক্তরা।