নারায়ণগঞ্জ শহরের আমলা পাড়া কে বি সাহা বাইলেন রোডস্থ মৃত হাজী মো ফরিদ হোসেন এবং জাহাঙ্গীর আলম চৌধুরী দুই ভাই নিবাসী। তারা তাদের পৈত্রিক বাড়িতে বসবাস করেন,গত শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং) দিবাগত রাতে কে বা কাহারা রাতের অন্ধকারে বাড়ির সীমানা ভাঙার প্রচেষ্টা চালায়, এতে দেয়ালের প্রচুর ক্ষয় ক্ষতি হয়।
এতে দেয়ালের উপরের অংশের কয়েক সারির কিছু ইট খুলে পড়ে এবং দেয়ালের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
আমলা পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা গণমাধ্যম কর্মী মো জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহল্লার সবাই একে অপরের আত্মীয়স্বজন এবং প্রতিবেশী হিসেবে বসবাস করে আসতেছে। কিন্তু গত শনিবার দিবাগত রাতে কে বা কাহারা ইচ্ছাকৃতভাবে পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝির উদ্দেশ্যে এ কাজটি করতে পারে।
সরজমিনে দেখা যায়, সীমানা দেয়ালের ক্ষয়-ক্ষতির কারনে তাদের প্রতিবেশী জালাল মিয়া এবং ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ফরিদ হোসেন ও জাহাঙ্গীর আলম উভয়ের বাড়ি নিরাপত্তা হীনতার সম্মুখীন। বর্তমানে আনুমানিক সাত ফুট উচ্চতার দেয়াল পাঁচ ফুট অবশিষ্ট।
সচেতন মহলের অভিমত, বাড়ির সীমানা বাউন্ডারি
বাড়ির নিরাপত্তা নির্ধারণের মাপকাঠি। বাড়ির সীমানা দেয়াল সবসময় প্রতিবেশী এবং আত্মীয়স্বজনদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করে, বসবাসরত বাসিন্দাদের জানমাল চুরি -ডাকাতির হাত থেকে বাড়িকে রক্ষা করে। তাই, নিরাপত্তার খাতিরে প্রয়োজনে পুনরায় সীমানা দেয়াল মেরামত করা জরুরি।