নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা দুঃসময়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভুলে গিয়েছি। আমরা মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাচ্ছি।
গতকাল শনিবার (২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের গোদনাইলে স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লার আয়োজনে নবনির্বাচিত মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইভী আরো বলেন, ইতিহাসকে আমরা বিকৃত করেছি। যারা ৭৫’ এর পরে জীবন বাজি রেখে আওয়ামী লীগ করেছে, এই দলকে ধরে রেখেছে, তাদেরকে আমরা অবমূল্যায়ন করি। জুজুর ভয়ে তাদের কথা আমরা সাহস করে বলি না।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।