আবারও শাহ সিমেন্টের গাড়ি চাপায় ইজিবাইক চালক নিহত

শেয়ার করুণ

ফতুল্লার বিসিক শাসনগাও এলাকায় শাহ সিমেন্টের কভার্ডভ্যানের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছে। নিহত ইজিবাইক চালকের নাম মোঃ ফারুক (৩৫)। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাকুর গ্রামের সেকান্দার আলীর পুত্র।

আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পঞ্চবটী- মুক্তারপুর সড়কের শাসনগাওস্থ ভাঙ্গা ক্লাবের সামনে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিকভাবে চালক সহ কভার্ডভ্যানটি(ঢাকা মেট্রো উ- ১১- ৪০৯৯)কে আটক করেছে। আটককৃত চালক মোঃ মনির মুন্সী(৩৮) গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার বাটিয়ামারির মৃত জহিরুল হক মুন্সির পুত্র।

জানা যায়, আটককৃত শাহ সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানটি বৃহস্পতিবার বিকেলে পঞ্চবটী- মুক্তারপুর সড়ক দিয়ে মুন্সিগঞ্জস্থ শাহ সিমেন্ট কারখানায় যাচ্ছিলো। বিসিক প্রথম গেইটের সামনে থাকা অটোরিক্সা কে সজোরে ধাক্কা মারে। এতে করে অটোরিক্সাটি উল্টে যায়।

আহত অটোরিক্সা চালক কে স্থানীয় লোকজন প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়নগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দশটার দিকে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান,কভার্ডভ্যানটি চালক সহ আটক করা হয়েছ।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুণ