আবারও একই মঞ্চে আইভী-শামীম ওসমান

শেয়ার করুণ

গত বছরের ১৬ জানুয়ারী নাসিক নির্বাচন চলাকালে স্বেচ্ছাসেবকলীগের জেলা ও মহানগর সহ সকল ইউনিট বিলুপ্ত করা হয়। যাদের কারণে ওই সময় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছিল সেই নেতাদের নিয়ে এবার এক মঞ্চে বসতে যাচ্ছে কেন্দ্রীয় নেতারা।

জানা গেছে, সকল জল্পনা কল্পনা শেষে আর ১০দিন পর ৩১ জুলাই খানপুর হাসপাতাল রোডে বিকাল ৩টায় সম্মেলন হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ। ওই সম্মেলনে প্রধান অতিথি হয়ে মঞ্চে থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম। পাশে থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারা।

এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের নিয়ে ১৫ জুলাই সরেজমিনে পরিদর্শন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবু সায়েম ও মেহেদী হাসান, গণস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইকবাল সহ স্থানীয় নেতারা।

২০২২ সালের ১৬ জানুয়ারীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহ সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। অপরদিকে জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নতুন কমিটিতে ঠঁই নিতে ছাত্রলীগ নামধারীদের দৌড়ঝাঁপ শুরু করে। এর মধ্যে দুই প্রভাবশালী পক্ষে হয়ে ওই সব নেতারা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একাধিক কেন্দ্রীয় কমিটি থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের থানা উপজেলা ওয়ার্ড কমিটি সম্মেলন করার জন্য গঠন করা হয়। এর মধ্যে অনেকগুলো থানা ওয়ার্ড সম্মেলন করা হলেও এখনো ঘোষণা করতে পারেনি।

এদিকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজাবউল হোসেন সাচ্চু জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অন্তুভুক্ত অনেকগুলো থানা ও ওয়ার্ড সম্মেলন করা হয়েছে। আর যেসব ওয়ার্ড কমিটির সম্মেলন বাকি আছে সেগুলোর সম্মেলন শেষ করে জেলা ও মহানগর কমিটির সম্মেলন দেয়া হবে। দুইটি কমিটির সম্মেলন একই দিনে একই মঞ্চে বসে করা হবে। সেখানে অনেক আওয়ামীলীগের সিনিয়র নেতাদেরকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ শক্তিশালী রূপ দেখানো হবে। ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ে কাউন্সিল হওয়া কমিটিগুলো শীঘ্রই দেয়া হবে।

চলতি বছরের শুরু থেকে বেশ তোড়জোড় করে স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সদর থানা ও মহানগরের ১ থেকে ২৭নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেগুলোর কমিটি ঘোষণা করা হয়নি। কাউন্সিল হচ্ছে না জেলা ও মহানগর কমিটিরও। জেলার স্বেচ্ছাসেবক লীগ নেতারা দাবি করে জানান, কেন্দ্রীয় নেতারা কোনো ধরনের ঘোষণার মাধ্যমে নয়, সম্মেলন করে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করবেন।

নিউজটি শেয়ার করুণ