অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরী শাখার আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর মজলিস মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ পরিষদ সদস্য ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

খানপুর শাখা সভাপতি মুহাম্মাদ আনাসের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা করেন, সাবেক জেলা সভাপতি ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ছাত্র বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম, জেলা সেক্রেটারি শেখ নাঈমুল ইসলাম, ঈদগাহ জোন তত্ত্বাবধায়ক মুহাম্মাদ নেওয়াজ, ইসদাইর শাখা সভাপতি মুহাম্মাদ রায়হান, বার একাডেমি স্কুল শাখা সভাপতি রুবেল হাসান, আদর্শনগর মাদ্রাসা শাখা সভাপতি মুযযাম্মিল হক, খানপুর শাখা সেক্রেটারি ফজলে রাব্বী, প্রমুখ।
