জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও নারায়ণগঞ্জের সাবেক এমপি একেএম শামসুজ্জোহার ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে নারায়ণগঞ্জে পবিত্র কোরআনখানি, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে মরহুমের পরিবার ও আওয়ামী লীগ।
১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান একেএম শামসুজ্জোহা। তাকে ২০১২ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়।

এদিকে গতকাল শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে মরহুমের ছোট ছেলে ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘রাজনীতি মানে আমি কি হনুরে ভাবা না। রাজনীতি মানে মানুষের মনে স্থান করে নেওয়া। রাজনীতি মানে এবাদত, যা করে গেছেন আমার বাবা।’
আপেক্ষ করে তিনি বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী পালনে আগে এত কষ্ট লাগত না। কিছুদিন আগে আমার বাবা-মা, ভাইসহ মুক্তিযোদ্ধাদের কবরের ওপরে শ্মশানের মাটি দেওয়া হয়েছিল। এতে খুব কষ্ট পেয়েছি। পরে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তোমার বাবা আমারও চাচা। আল্লাহ উনাকে বেহেশত নসিব করবেন। তুমি মনে কষ্ট রাখবা না। উনার কথায় আমার কষ্টটা লাগব হয়েছে। কিন্তু শেষ হয়নি।’
