নগরীর চাষাড়াস্থ সমবায় মার্কেটের পাশে নারায়ণগঞ্জ কিন্ডার গার্ডেন স্কুলের সামনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন এক ইলেকট্রিক মিস্ত্রি।
মিস্ত্রির আর্তনাদে মূহুর্তেই জড়ো হন অনেক মানুষ। শত শত পথচারীর কানে মিস্ত্রির আর্তনাদ গেলেও তাকে উদ্ধারে এগিয়ে আসেনি কোন পথচারী। সবাই নিজের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত। দীর্ঘ সময় পর অজ্ঞাত এক যুবক এগিয়ে আসে মিস্ত্রিকে উদ্ধারে।
এ যেন সিনেমার হিরো, বাস্তবের স্পাইডারম্যান। ফিল্মি স্টাইলে আজ্ঞাত যুবক এসে উদ্ধার করে সেই মিস্ত্রিকে। অদম্য সাহসীকতার প্রচেষ্টায় যেই যুবক উদ্ধার করলো অজানা এক ইলেকট্রিক মিস্ত্রিকে তারাই আমাদের সমাজের আসল স্পাইডারম্যান। অজ্ঞাত এই যুবকের প্রতি রইলো আমাদের নারায়ণগঞ্জ বুলেটিন পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম।