আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা

শেয়ার করুণ

আগামী বছর এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে এপ্রিলে ও এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এইচএসসির পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের আগে পরীক্ষা শুরু হয়েছে, তাদের তো ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। আর যাদের দেরিতে শুরু হবে, তাদের ফলও ৬০ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি।

পরীক্ষা শুরুর আগে যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতে যানজটে ভোগান্তি না হয় সে লক্ষ্যে এসএসসির সময় সমন্বয় করা হয়। কিন্তু এইচএসসিতে সকালে ও বিকেলে পরীক্ষা থাকায় সেটি সম্ভব হয়নি। এটা নিয়ে আমরা আলাপ করেছি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা হচ্ছে।

নিউজটি শেয়ার করুণ