আগামীকাল ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

শেয়ার করুণ

অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার (১৪ মে) দুপুর ১টার দিকে অধিদপ্তরের বিশতম বিশেষ বুলেটিনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি জানান, দুপুর ১টার পর থেকে ১০০ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে বাতাস বইছে। সেন্টমার্টিনের বিল্ডিংগুলো কাঁপছে। বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। বিকেল ৩টা পর্যন্ত বাতাসের গতি বাড়বে। মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা বিকেল ৩টা নাগাদ উপকূল অতিক্রম করবে। সন্ধ্যার পর বাংলাদেশের সীমা পেরিয়ে মিয়ানমারের সিটুয়ে অতিক্রম করবে। এসময় বড় ধরনের জলোচ্ছাস হবে না।

আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড়ের মূল সেন্টার হলো মিয়ানমার। এ কারণে এখনো আমাদের দেশে বৃষ্টিপাত হয়নি। তবে বিকেল ৩টা নাগাদ যখন মিয়ানমারে মেইন সেন্টারে আঘাত আনবে তারপর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামীকাল রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বর্ষণ হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এলাকায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে।

এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ঘূর্ণিঝড়ে বড় ধরনের জলোচ্ছ্বাস হবে না। আমরা যে আশঙ্কা করেছিলাম জলোচ্ছ্বাসে ৮ থেকে ১২ ফিটের মতো পানির উচ্চতা বাড়তে পারে, সেটা হতে পারে। তাও হবে চারটা নাগাদ জোয়ারের কারণে। এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সকাল ৬টা থেকে দুপুর ৯টা পর্যন্ত ১৭ থেকে ১৮ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র হলো বাংলাদেশের টেকনাফ থেকে দক্ষিণ পূর্ব মিয়ানমারের সিটু্য়ে এলাকা। কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়া ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলাদেশের সেন্টমার্টিন ও টেকনাফের কিছু এলাকা।

ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারের পরেই ঘূর্ণিঝড়ের কাছে রয়েছে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে।

নিউজটি শেয়ার করুণ