আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সঠিক ইতিহাস মুছে যেতঃ লিপি ওসমান

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান বলেন, আমাদের প্রতিটি মূহূর্তে যুদ্ধ করতে হয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের যুদ্ধও বেশি পরীক্ষাও বেশি। সার্বক্ষণিক আমাদের সচেতন থাকতে হবে। না হলে ক্ষতি আমাদেরই হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নাসিক ১নং ওয়ার্ড বাতানপাড়া ফাযিল মাদ্রাসা মাঠে টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর সিদ্ধিরগঞ্জ থানার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এ সরকার এই বাচ্চাদের শিক্ষার জন্য কতোটা এগিয়েছেন সেটা আপনারা যাচাই-বাছাই করে দেখবেন। আমাদের জাতির পিতাকে যখন হত্যা করা হয় তখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়ি। তারপর কিন্তু আমরা বড় হয়েছি ভুল ইতিহাস শুনে। আমাদের ভুল ইতিহাস শেখানো হতো। একটা দেশের লক্ষ্য লক্ষ্য বাচ্চারা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তাদের যদি ভুল ইতিহাস বলা হয়। তখন তারা দেশের নেতৃত্বটা সঠিক দিতে পাড়বে না।

তিনি আরও বলেন, আমাদের আওয়ামী সরকার যদি ১৯৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে এ ইতিহাস হয়তো এতোদিন মুছে যেতো। এ ইতিহাস ধরে না রাখতে পারলে আমরা সমাজিক ও ধর্মীওভাবে ব্যর্থ হবো। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী বান্ধব। তিনি বাংলাদেশ উন্নয়নের জন্য সাহায্য ছড়িয়ে দিচ্ছেন।

টাঙ্গাইল মডেল স্কুল এন্ড একাডেমীর চেয়ারম্যান মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, শ্রমিক লীগ নেতা মো. ফারুক, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ প্রমুখ।

সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ

নিউজটি শেয়ার করুণ