আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দলঃ ভিপি বাদল

শেয়ার করুণ

জেলার বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর ইউনিয়নের পুরান বন্দর মোল্লাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরন ও সভা অনুষ্ঠিত হয়।


বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য এডঃ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ও বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আবু হাসনাত মোঃ শহীদ বাদল (ভিপি বাদল।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাদল বলেন, আওয়ামীলীগ গণমানুষের দল। খেটে খাওয়া নির্যাতিত নিপিড়িত মানুষের দল। আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের দূরদর্শী নেতাই নন, তিনি সারা বিশ্বে আজকে নন্দিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর অগ্রগতি গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করছেন।


তিনি আরো বলেন, আওয়ামীলীগ জনগনের দূর্যোগ, বিপদে সবসময়ই গণমানুষের পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃনমুল আ’লীগ নেতৃবৃন্দ সাধারন মানুষের কল্যানে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আমি আজকের আয়োজক জাহাঙ্গীরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


এ সময় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফয়সাল কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসেন,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমূল হাসান আরিফ, বন্দর উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, বন্দর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জুয়েল, বন্দর উপজেলা আ’লীগ নেতা রবি মিয়াজী, যুবলীগ নেতা ইমন মেম্বার, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুণ