হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে আই.এফ.আই.সি ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকালে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আই.এফ.আই.সি ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে দেশব্যাপী এ কর্মসূচীর অংশ হিসেবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড এর দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আই.এফ.আই.সি ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত এ কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ কাউসার আহমাদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন আই. এফ.আই.সি ব্যাংক লিমিটেড পঞ্চবটী শাখার ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন রহমান জোয়ার্দার, নয়াপল্টন শাখার ম্যানেজার শামীম আহমেদ, পঞ্চবটী শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ শাখার কাষ্টমার সার্ভিসের ম্যানেজার কাজী সানজিদা বেগম,আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন সরকার, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।