নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পদত্যাগের দাবীতে আগামী ২৩ আগস্ট নারায়ণগঞ্জে আধাবেলা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে জয় বাংলা নাগরিক কমিটি নামে একটি সংগঠন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) জয় বাংলা নাগরিক কমিটির মুখপাত্র মোশতাক আহমেদ এই হরতালের ঘোষনা দেন। ঘোষণায় তিনি বলেন, মেয়াদ পূর্তির আগেই বর্তমান মেয়র আইভির পদত্যাগ করতে হবে। মেয়রের পদত্যাগের দাবিতে ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধ-দিবস হরতালের ডাক দিচ্ছি আমরা জয় বাংলা নাগরিক কমিটির পক্ষ থেকে। তিনি দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীকে এই হরতাল সফলের উদার্ত আহবান জানান।
