নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) রাতে চাষাড়াস্থ রূপায়ন টাউনের ভবনে অয়ন ওসমানের অফিসে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান টিটু।
এছাড়া আরো উপিস্থিত ছিলেন, মোঃ সানোয়ার হোসেন সোহান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহিম ৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বিল্লাল হোসেন।
এসময় অয়ন ওসমান নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের কমিটির নেতৃবৃন্দদের রাজনৈতিক বিষয়ে বিভিন্ন পরামর্শ সহ আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি থাকার জন্য আহবান করেন।