তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার পর অবশেষে নামল স্বস্তির বৃষ্টি।
আজ সোমবার (১৭ এপ্রিল) রাতে সিলেট জেলার তিন এলাকায় বৃষ্টিপাত হয়।
জানা যায়, সিলেটের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজারে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ অবস্থায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, আমাদের রেকর্ডে এখনও আসিনি। তবে আমরা আগেই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার তথ্য জানিয়েছিলাম।
এদিকে সোমবার বিকেল চারটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছিলেন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় সামান্য বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকতে পারে।
এদিকে সর্বশেষ তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানায়, বিকেল তিনটা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনায়। ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকালের চেয়ে কমেছে তাপমাত্রা। আজ ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।