নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, মানুষ এখন অসহায় হয়ে পড়েছে এই দুঃশাসনের কাছে। বাজারের যে পরিস্থিতি মানুষ এখন পেট ভরে ঠিকমত খেতে পারেনা। মানুষের বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা নেই। এই অবস্থা আর চলতে দেয়া যাবেনা। খুব দ্রতই দুর্বার আন্দোলনে এই অবৈধ মসনদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের সকল দাবি আদায় করা হবে।
আজ বুধবার (৩১ মে) রাতে ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মিলাদ ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে রান্না করা খাবার বিতরণ করে হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।