অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার (২৪ জুলাই) দেশে আসছে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে এ টিকা আসবে।
আজ শক্রুবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ আওয়ামীলীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই তথ্য শেয়ার করা হয়।
শেয়ার করা তথ্য আরও বলা হয়, আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এই টিকার দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে।
